- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
ঝুন্ড’-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই শাহেনশার মেজাজে ধরা দিলেন অমিতাভ বচ্চন। বয়স তো সংখ্যামাত্র! একজন ফুটবল কোচের ভূমিকায় দেখা গেল অমিতাভকে।
সিনেমার পর্দায় খুব শিগগিরিই সদলবলে ‘ঝুন্ড’ (Jhund) নিয়ে হাজির হচ্ছেন অমিতাভ। বুধবার সেই ছবিরই টিজার প্রকাশ্যে এল। যা দেখে নেটদুনিয়া আবারও অমিতাভ বচ্চন ম্যাজিকে মুগ্ধ।‘ঝুন্ড’ (Jhund Teaser)-এ নাগপুরের এক প্রফেসরের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।যিনি বস্তি এলাকার বাচ্চাদের নিয়ে একটি ফুটবল টিম তৈরি করেন।
মার্চের ৪ তারিখ মুক্তি পাচ্ছে ‘ঝুন্ড’। তার প্রাক্কালেই মুক্তি পেল সিনেমার ট্রেলার।পরিচালনা করেছেন নাগরাজ পোপাটরাও মঞ্জুলে। যিনি কিনা মারাঠি সিনে ইন্ডাস্ট্রির ব্লকব্লাস্টার ছবি ‘সাইরাত’ এবং ২০১৩ সালে মুক্তি পাওয়া খ্যাতনামা ছবি ‘ফ্যানড্রাই’-এর পরিচালনা করেছেন।
- Advertisement -