রাষ্ট্রসংঘের আর্জি উপেক্ষা করে ইউক্রেনে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করেছে রাশিয়া। তারপরই রাজধানী কিয়েভ, ওডেসা-সহ ইউক্রেনের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তারইমধ্যে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়াকে হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যে দেশ সেই ‘সামরিক অভিযানে’ হস্তক্ষেপ করবে, তাদের ফল ভুগতে হবে। পালটা আমেরিকাও হুঁশিয়ারি দিয়েছে, রাশিয়ার ‘সামরিক অভিযানের’ জবাব দেওয়া হবে।
সীমান্তবর্তী শহরগুলি পেরিয়ে রাজধানী কিয়েভেও রুশ সেনার হামলা চলেছে। তবে বৃহস্পতিবার সবচেয়ে বড় হামলা চলল গোস্টমল শহরে। এখানে একসঙ্গে অন্তত ২০ টি রুশ চপার থেকে মুহূর্মুহূ বোমাবর্ষণে প্রাণ হারালেন তিনশোরও বেশি। পাশাপাশি ওডেসা বিমানবন্দরে হামলায় ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। তছনছ হয়ে গিয়েছে বিমানবন্দরটি। এছাড়া কিয়েভগামী একটি রুশ বিমান ভেঙে পড়েছে, তাতে ১৪ জন ছিলেন। সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে ভারতের (India)। প্রধানমন্ত্রী মোদি এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন নিজের বাসভবনে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের সঙ্গে তিনি বিশেষ পরামর্শ করেন বলে খবর। সূত্রের খবর, ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়ে মোদি (PM Modi) রাতে পুতিনকে ফোন করতে পারেন। বৃহস্পতিবার দুপুরেই দিল্লির ইউক্রেন দূতাবাসের তরফে মোদির কাছে যুদ্ধ নিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন।