বহু যুগ ধরে বড় পর্দা কাঁপিয়ে চলেছেন সঞ্জয় দত্ত। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন সঞ্জুবাবা। ৬০ পেরিয়ে গেলেও থেমে নেই অভিনয়ের কাজ। আজও এযুগের নায়কদের বলে বলে গোল দিতে সক্ষম সঞ্জয় দত্ত। আর এবার পাঁচ ভাষায় প্রেক্ষাগৃহ কাঁপাতে হাজির হচ্ছেন সঞ্জুবাবা।
কি অবাক হয়ে যাচ্ছেন তো একটা দুটো নয় পাঁচ ভাষায় প্রেক্ষাগৃহ কাঁপাবেন অভিনেতা? চুলে ধরেছে পাক, চামড়া সামান্য কুঁচকেছে। কিন্তু তবুও দর্শকদের মাঝে আজও তিনি হিট।
শুধু হিট না এবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’। বহুল প্রতীক্ষিত প্রশান্ত নীল পরিচালিত ‘KGF চ্যাপ্টার 2’ বিশ্বজুড়ে কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি ও মালয়লম ভাষায় মুক্তি পাবে।এই ছবিতে বলিউড তারকা সঞ্জয় দত্ত ছাড়াও দেখা যাবে কন্নড় অভিনেতা যশকে।