যদিও রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বাস মালিকদের সঙ্গে বৈঠকে পরিষ্কার করে দিয়েছেন, বাসে ফেয়ার চার্ট ঝোলাতেই হবে। বাসের ভাড়া যথাযথ নিতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।
বেসরকারি বাস নিয়ে কড়া হতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। এবার থেকে বেসরকারি বাসেও ঝোলাতে হবে ভাড়ার তালিকা।যাত্রীদের তরফে অভিযোগ করা হয়েছে, বেসরকারি বাস নিজেদের ইচ্ছামতো ভাড়া নিচ্ছে। কোথাও দ্বিগুণ, কোথাও বা আবার তিনগুণ ভাড়া নিচ্ছে। যাত্রীরা অভিযোগ করছেন বেসরকারি বাসের কোথাও ভাড়ার তালিকা বা ফেয়ার চার্ট লাগানো থাকে না। ফলে যাত্রীরা বেশি ভাড়া নিয়ে প্রতিবাদ করলেও কিছু করার থাকে না ।
একই সঙ্গে পরিবহণ মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যাত্রীদের অভিযোগ জানানোর সরাসরি ব্যবস্থা থাকবে৷ প্রতিটি বাস স্ট্যান্ডে থাকবে অভিযোগ জানানোর জন্যে কমপ্লেন বক্স। সেগুলি রুট ম্যানেজার বা টাইম কালেক্টর মারফত সংগ্রহ করতে চায় পরিবহণ দফতর। যদিও রাজ্যের প্রস্তাব মানতে রাজি নয় বাস মালিকদের একাংশ।