ওডিশায় গ্রেফতার হন ৬৬ বছর বয়সী এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম বিভু প্রকাশ সোয়াইন। ধৃত ব্যক্তির দোষ, ২৭ জনকে বিয়ে করা! ৫ ফুট ২ ইঞ্চি লম্বা এই ব্যক্তি যে দেখত কোনও হলিউড বা বলিউড তারকার মতো, এরমটাও নয়। তা সত্ত্বেও দেশের ১০টি রাজ্যে এই ব্যক্তি ২৭ জনকে বিয়ে করেছেন।
তবে তাছাড়াও তাঁর কীর্তির তালিকা বেশ লম্বা। কেরলের ১৩টি ব্যাঙ্কের সাথে জালিয়াতি করেছেন। ১২৮টি ভুয়ো ক্রেডিট কার্ড ব্যবহার করে এই কাজ করেন তিনি। পাশাপাশি হায়দরাবাদে ডাক্তারিতে ভর্তির নামে ২ কোটি টাকা প্রতারণা করেছেন বিভু।
বিভুর বিরুদ্ধে অভিযোগকারী দিল্লির বাসিন্দা। ২০১৮ সালে বিভু তাঁকে বিয়ে করেন। অভিযোগকারী জানান, তিনি দীর্ঘদিন ওডিশায় থেকেছেন এবং ভাবতেন যে ওডিয়ারা কখনও কাউকে ঠকাতে পারেন না। আমি ভারতম্যাট্রিমনিতে প্রোফাইল তৈরির এক সপ্তাহ পরই বিভু আমাকে মেসেজ করেন। সে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার কথা বলেন। তবে ২০১৮ সালে বিয়ের অনেকদিন পরে সে আমাকে প্রথমবারের জন্য ওডিশা নিয়ে যায়। এরপর সে একদিন আচমকা কাজের কথা বলে বেঙ্গালুরু চলে যায়। এরপর থেকেই মাঝে মাঝে সে আচমকা চলে যেত এবং প্রায় কয়েক মাস ওর কোনও পাত্তা পাওয়া যেত না।
শেষ পর্যন্ত ২০২১ সালের মে মাসে এই মহিলা বিভুর বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই ওডিশা পুলিশ বিভুকে গ্রেফতার করে।