২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। বনশালির গাঙ্গুবাই সেজে এ যেন এক রাশভারী আলিয়া। চলন-বলন, সাজগোজেও ডাকসাইটে গাঙ্গুবাইয়ের ব্যক্তিত্ব ঝরে পড়ছে। ছবির প্রচার সারার পাশাপাশি কলকাতার মিষ্টিতে কামড় বসাতে ভুললেন না।
দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমাহলে বসেছিল ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র প্রচারের আসর। সাদা ঢাকাই জামদানি, ডিপকাট ব্লাউজ, কানে ঝোলা দুলে দিব্যি মানিয়েছিল আলিয়া ভাটকে। মাথায় গোঁজা ফুল। মাইক হাতে নিয়েই কলকাতাকে অভিবাদন জানালেন অভিনেত্রী।
বললেন, “রোজকার শুটে বনশালি স্যরের সঙ্গে যা আলোচনা হত, সেটাই সারাদিন মাথায় চলত। গাঙ্গুবাঈ ওঁর খুব প্রিয় চরিত্র, তাই রকস্টার বলে ডাকেন। দু’বছর ধরে গাঙ্গুবাঈকেই নিজের দুনিয়া বানিয়ে নিয়েছিলেন আলিয়া। সেই রেশ এখনও কাটেনি। তাই বাড়ি কিংবা ঘনিষ্ঠ পরিজনদের সঙ্গে কথা বলতে গেলেই গাঙ্গুবাঈয়ের সুরে কথা বলে ওঠেন।”
প্রচারের পাশাপাশি এদিন সিনেমার নতুন গান ‘মেরি জান’ প্রকাশ্যে নিয়ে এলেন আলিয়া।