বলিউড বাদশাহ শাহরুখ খানকে (Shah Rukh Khan)। তাঁরই একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বছর পঞ্চান্নর কিং খানের ছবি ঝড় তুলেছে ভারচুয়াল দুনিয়ায়।শাহরুখের লম্বা চুল। কাঁচা পাকা দাড়ি ঢেকেছে গোটা মুখ। পরনে কালো রংয়ের টাক্সিডো (Tuxedo Suit)। ছবি দেখে প্রায় সকলেই মুগ্ধ। শাহরুখের নয়া লুক দেখে নতুন করে প্রেমে পড়েছেন অনুরাগীরা।
আসল সত্যিটি কী, চলুন তা জেনে নেওয়া যাক। ২০১৭ সালে ডাব্বু রত্নানির একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন বাদশাহ। সেটির লুককেই ফটোশপ করে নতুন এই ছবিটি তৈরি করা হয়েছে। কোনও এক অনুরাগী এই কাজটি করেছেন। আর সেই ছবিটি সোশ্যাল মিডিয়ার দৌলতে হু হু করে ভাইরাল হয়ে যায়। যা দেখে তাজ্জব অনুরাগীরা।
ছবি আসল হোক বা নকল। শাহরুখকে যে যেকোনও লুকেই দেখতে ভালবাসেন অনুরাগীরা, তার প্রমাণই বোধহয় এই ভুয়ো ছবির জনপ্রিয়তা।