মাত্র কয়েক দিনের অপেক্ষা। শুক্রবার মুক্তি পাবে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। বহু প্রতিক্ষীত এই ছবির পরিচালনায় সঞ্জয় লীলা বনশালি। ছবিতে গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। আর ছবি মুক্তির আগেই ‘গাঙ্গুবাই’কে তুলোধনা করলেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত।
এ দিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লম্বা-চওড়া পোস্ট করেন কঙ্গনা। লিখেছেন, ‘একজন মুভি মাফিয়া বাবার ব্রিটিশ পাসপোর্টের অধিকারী পরীর কারণে আগামী সপ্তাহে দু’শ কোটি টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এদের চাপে পড়ে বহু পরিচালক ও স্টারদের ভুল কাস্ট সিলেক্ট করতে হয়েছে। এবারও ঠিক তেমনটাই হল, আগামী শুক্রবার ছবি মুক্তিতেই এমনই ছবি উঠে আসবে, যেখানে এক ক্রিয়েটিভ পরিচালক ও একজন বড় অভিনেতাকে কীভাবে এই পরিস্থিতির শিকার হতে হল, দেখা যাবে।’
সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় এই প্রথম কাজ করছেন আলিয়া ভাটের। এর আগে একইভাবে ‘সড়ক ২’ ছবির সময় মহেশ ভাট ও আলিয়াকে টার্গেট করেছিলেন কঙ্গনা রানাওয়াত। ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’।