এবার ছোটদের জন্যও স্কুল খোলার কথা ভাবছেন তিনি। আজ, বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠান থেকে জানালেন তিনি সেই ভাবনার কথা।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘স্কুলগুলি চালু হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পাড়ায় পাড়ায় শিক্ষালয় তৈরি করে ক্লাস হচ্ছে। এবার ছোটদেরটা আর কয়েকটা দিন অপেক্ষা করে দেখা হবে। যদি কোভিডটা একেবারেই সমস্যার কারণ না হয় তাহলে খোলা হবে। কারণ আবার কী একটা আসবে বলছে। সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। সেটা যদি না হয় তা হলে অন্তত ছোট ক্লাস যেগুলো ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করানো যায় কি না স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখতে হবে। ভাগাভাগি করে স্কুল করলে সোমবার যারা আসবে, মঙ্গলবার তারা আসবে না। আবার মঙ্গলবার যারা আসবে বুধবার তারা আসবে না। এভাবে হলে প্রাথমিকের ক্লাসগুলো অন্তত চলতে পারে।’
আগেই অষ্টম থেকে দ্বাদশ স্কুল খুলে দেওয়া হয়েছে।পঞ্চম থেকে সপ্তমের পড়ুয়াদের জন্য চলছে পাড়ায় শিক্ষালয়। বাকিরা অনলাইনেই পড়াশোনা করছে। এবার প্রাথমিক স্তরের স্কুলগুলি খুলে দেওয়ার ভাবনা চিন্তা করছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিক শিক্ষা থেকে বহু পড়ুয়া বঞ্চিত হচ্ছে বলেই অভিযোগ উঠেছে। তাই মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, কোভিড পরিস্থিতি আয়ত্তে থাকলে প্রাথমিকের জন্যও স্কুল খুলে দেওয়া হবে।