ডেবিউ ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এ (The Fame Game) দুর্ধর্ষ কামব্যাক মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit)।এক খ্যাতনামা সুপারস্টারের আচমকা উধাও হয়ে যাওয়ার গল্প বলে এই সিরিজ। মাধুরী ছাড়াও এই সিরিজে দেখা যাবে সঞ্জয় কাপুর, মানব কাউল, লক্ষবীর সরন, সুহাষিনী মুলে এবং মুসকান জাফরিকে।
‘দ্য ফেম গেম’-এ অভিনেত্রীকে আনামিকা আনন্দ নামে এক সুপারস্টারের ভূমিকায় দেখা যাবে। রোজকার জীবনযুদ্ধ থেকে ক্লান্ত হয়েই কি কোথাও উধাও হয়ে যান অনামিকা ওরফে মাধুরী? নাকি তাঁর নিখোঁজ হওয়ার নেপথ্যে রয়েছে কারও ষড়যন্ত্র? দেখতে হলে চোখ রাখতে হবে নেটফ্লিক্সের (Netflix) পর্দায়। আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘দ্য ফেম গেম’।
প্রসঙ্গত, গল্পের পরিচালকদ্বয়ী বিজয় নাম্বিয়ার এবং করিশ্মা কোহলি। রহস্য-রোমাঞ্চকর এই কাহিনি সাজিয়েছেন শ্রী রাও। প্রযোজনায় করণ জোহরের ধর্মা প্রোডাকশন।