সমাজের একজন নারী শিক্ষিত ও স্বনির্ভর হলে যেমন সেই পরিবারের উন্নতি ঘটে সেই সঙ্গে সঙ্গে সমাজেরও উন্নতি ঘটে, আর সেইজন্যই নারীদের স্বনির্ভর ও ক্ষমতায়ন করার জন্য আটঘড়া জ্যোতি মহিলা উদ্যোগ (AJMU) এণজীও ও রূপকথার পক্ষ থেকে যৌথভাবে নিউটাউন বই মেলায় একটি বিশেষ আলোচণা সভার আয়োজন করা হয়েছে।
এটি অনুষ্টিত হবে আগামী ১লা ফেব্রাউরি ২০২২, বিকাল ৩ টায়, নিউটাউন বই মেলা প্রাঙ্গনে।
এই অনুষ্টাণে উদবোধক হিসাবে উপস্থিত থাকবেন শ্রী দেবাশিস সেন (IAS), আজমু সম্পাদক নুরানী ইসলাম, রূপকথার কর্ণধার শ্রী মানস কুমার ঠাকুর মহাশয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডঃ শিল্পা ভারতীয়া।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রচেষ্টায় এই বিশেষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছে আজমু ও রূপকথা।