উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা। জলপাইগুড়ি-ময়নাগুড়ি স্টেশনের মাঝে ময়নাগুড়ি ওভারব্রিজের কাছে বেলাইন আপ ১৫৩৬৬ বিকানের এক্সপ্রেসের চারটে বগি। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি দুমড়ে-মুচড়ে গিয়েছে। পাটনা থেকে গুয়াহাটি যাচ্ছিল এই ট্রেনটি। ইতিমধ্যেই ৩ জনের দেহ উদ্ধার হয়েছে। আরও প্রাণহানির আশঙ্কা। বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

জানা গিয়েছে দুর্ঘটনার সময় ওই ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় ৪০ কিলোমিটার। রেল সূত্রে খবর, বিকানের এক্সপ্রেসের ১২টি কামরা ক্ষতিগ্রস্ত। তবে বেশি ক্ষতি হয়েছে ৭টি কামরার।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক চলার সময়ই এই রেল দুর্ঘটনার খবর পান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই গোটা পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিয়েছেন। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।