পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে ধাক্কা খেয়ে নড়েচড়ে বসেছিল ভারত। বুধবার আফগানিস্তানকে আবু ধাবিতে ৬৬ রানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে আশা কিছুটা হলেও বাঁচিয়ে রাখল ভারত।টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অভিযাত্রা শুরু হয় গত ২৪ অক্টোবর—পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এতদিন পর ভারতের সমর্থকেরা একটু হাঁফ ছাড়তে পারলেন। সুপার টুয়েলভে যে ভারত প্রথম জয়ের মুখ দেখল!
আবুধাবিতে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল ভারত। সুপার টুয়েলভে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ভারতের সেমিফাইনালে খেলাই অনিশ্চয়তার মুখে পড়ে যায়। আফগানিস্তানকে হারিয়ে সে পথে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল বিরাট কোহলির দল।
রোহিত শর্মা এবং কেএল রাহুলের ব্যাটিংয়ে রানের ফুলঝুরিতে ভর করে ভারত স্কোরবোর্ডে ২১০ তোলার পরেই কার্যত ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে গিয়েছিল। ২১১ রানের টার্গেট চেজ করতে নেমে আফগানরা গুটিয়ে গেল মাত্র ১৪৪ রানে।
এ জয়ে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে পয়েন্ট তালিকার চারে উঠে এল ভারত। বাকি দুই ম্যাচ জিততেই হবে কোহলির দলকে, এর পাশাপাশি অন্য ম্যাচের ফলেও তাকিয়ে থাকতে হবে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে একই গ্রুপে পয়েন্ট তালিকার দুইয়ে আফগানিস্তান।