শ্চিত আগেই হয়ে গিয়েছিলেন| অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার|বুধবার দীপাবলির আগের দিন প্রত্যাশা মতোই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম সরকারিভাবে ঘোষণা করা হয়। বিসিসিআইয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, এবার বিরাট কোহলিদের দায়িত্ব নিতে চলেছেন দ্রাবিড়।
টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রী| এই দায়িত্ব যে তিনি আর নিতে চাননা তা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন| ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীনই ভারতীয় দলের নতুন হেডকোচ বাছার কাজ শুরু করে দিয়েছিলেন বোর্ড কর্তারা|
প্রথমদিকে ভারতের কোচ হতে কিছুটা অনিচ্ছুকই ছিলেন দ্রাবিড়। তবে মনে করা হচ্ছে, বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট এবং দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ সৌরভ গাঙ্গোলীর বারংবার অনুরোধ শেষ পর্যন্ত ফেলতে পারেননি জ্যামি। যে কারণে বিরাটদের দায়িত্ব নিতে রাজি হন তিনি। ভারতীয় দলের কোচ হিসেবে তার নাম সরকারিভাবে ঘোষণা হওয়ার পরে দ্রাবিড় অবশ্য বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়া পরম সম্মানের। কোচ হিসেবে দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় রয়েছি।’
ভারতীয় দলের দায়িত্ব এবার দ্য ওয়ালের হাতে| নতুন হ্ডেস্যারের তত্ত্বাবধানে ভারতীয় দল কতটা সাফল্য পায় সেদিকেই তাকিয়ে সকলে|