টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪ ম্যাচ খেলে চারটিতেই হারল বাংলাদেশ। নিটফল, বিশ্বকাপ থেকে তারা ছিটকে গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হতশ্রী পারফরম্যান্স করলেন ব্যাটসম্যানরা। মাত্র ৮৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ৩৯ বল বাকি থাকতে যে রানটা সহজেই করে ফেলে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ যখন দক্ষিণ আফ্রিকার সামনে ৮৫ রানের লক্ষ্য দিয়েছিল, তখনই বোঝা গিয়েছিল, এই ম্যাচের ফল কী হতে চলেছে। তাও বাংলাদেশ বোলারদের লড়াইয়ের সৌজন্যে খেলা ১৩.৩ ওভার পর্যন্ত গড়ায়। ৪ উইকেটও পড়ে দক্ষিণ আফ্রিকার। তাসকিন আহমেদ একাই ২ উইকেট তুলে নিয়েছেন। ৪ ওভার বল করে ১৮ রান দিয়েছেন তিনি। মেহেদি হাসান এবং নাসুম আহমেদ একটি করে উইকেট নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান বাভুমার। তিনি ২৮ বলে ৩১ রান করেছেন। এই ম্যাচ জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ অফ ডেথ থেকে ইংল্যান্ডে ইতিমধ্যেই ৪ ম্যাচ খেলে ৪টিতে জিতে শেষ চার নিশ্চিত করে ফেলেছে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া। দেখার, শেষ পর্যন্ত কাদের শিকে ছেঁড়ে!
এ দিকে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল। তারা ৪ ম্যাচ খেলে ৪টিতেই হেরেছে।