Saturday, June 10, 2023
Bangla Newsদেশ‘জলবায়ুর পরিবর্তন বড় বিপদ’, গ্লাসগোয় শীর্ষ সম্মেলনে বিশ্বকে সচেতন করলেন মোদি

‘জলবায়ুর পরিবর্তন বড় বিপদ’, গ্লাসগোয় শীর্ষ সম্মেলনে বিশ্বকে সচেতন করলেন মোদি

- Advertisement -
- Advertisement -

জলবায়ুর পরিবর্তন (Climate Change) ক্রমেই বড় আতঙ্কের কারণ হয়ে উঠছে। গত কয়েক দশকেই দেখা গিয়েছে, কীভাবে এর প্রভাব সকলের উপর পড়েছে। গ্লাসগোয় COP26 জলবায়ু শীর্ষ সম্মেলনে নিজের বক্তব্য পেশ করার সময় জলবায়ুর পরিবর্তন নিয়ে এভাবেই সকলকে সচেতন করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে

এদিন বক্তব্য রাখার সময় মোদি বলেন, ‘গত কয়েক দশকেই দেখা প্রমাণ হয়ে গিয়েছে কেউই জলবায়ুর পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে পারেনি। সে উন্নয়নশীল দেশই হোক কিংবা প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকা দেশই হোক।’ এদিন ‘অদম্য দ্বীপরাজ্যের পরিকাঠামো’র উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন, এই ধরনের পদক্ষেপ নতুন আশা ও বিশ্বাসের জন্ম দেবে।

উল্লেখ্য, সোমবার ইতালিতে G20 শীর্ষ সম্মেলন থেকে গ্লাসগোয় COP26 জলবায়ু শীর্ষ সম্মেলনের জন্য পৌঁছন প্রধানমন্ত্রী। ওই দিনই স্কটল্যান্ডে অবস্থিত ভারতীয় সম্প্রদায়ের নেতা এবং ইন্ডোলজিস্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (UNFCCC) ২৬ তম কনফারেন্স অফ পার্টিস অথবা COP26-এর ওয়ার্ল্ড লিডারস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন। সেখানেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মন্ত্রী, প্রধানদের সঙ্গে সাক্ষাত্‍ হয় মোদির। দেখা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও।

সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, জলবায়ুর উপর বড় প্রভাব ফেলছে মানুষের জীবনযাপন। সেখানেই বদল প্রয়োজন। আর তাই লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের (LIFE) শপথ নেন তিনি। অর্থাত্‍ জলবায়ুর উন্নতির জন্য জীবনযাপনে বদল আনতে পাঁচ অমৃত তত্ত্বের সন্ধান দেন মোদি। মঙ্গলবারও জলবায়ুর গুরুত্বের কথা উঠে এল প্রধানমন্ত্রীর মুখে।

- Advertisement -

কলকাতা নিউজ ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা নিউজ ২৪ বাংলার ওয়েবসাইটে।

Sponsored Content

spot_img

Most Read News

Related News

মাঝনদীতে ডুবে গেল হাউসবোট, শিশু-বয়স্ক-সহ কমপক্ষে ২২ জনের মর্মান্তিক মৃত্যু

কেরলের মালাপ্পুরম নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২।অধিকাংশ যাত্রীর কাছেই ছিল না লাইফ জ্যাকেট। এখনও চলছে উদ্ধারকাজ।...

বাড়ল ভোটার আইডি ও আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা, জেনে নিন

বাড়ল আধার কার্ড ও ভোটার আইডি সংযুক্তিকরণের সময়সীমা। বুধবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল আগামী বছরের ৩১ মার্চ...

Union Budget 2023: ২০২৩-২৪ সালে কোন কোন জিনিসের দাম বাড়ল-কমল? এক নজরে

Union Budget 2023: আগামী ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে।বুধবার ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী...

এবার আর আকাশপথে নয়, কলকাতা থেকে আগরতলা পৌঁছে যান ট্রেনেই

 কলকাতা থেকে আগরতলা যাওয়া যাবে রেলপথেই। বৃহস্পতিবার আগরতলা স্টেশন থেকে পতাকা নেড়ে আগরতলা-খোংসাং এবং আগরতলা-কলকাতা এক্সপ্রেসের শুভ সূচনা...