কলকাতা: ২০২২-র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা করা হল। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৭ মার্চ থেকে।আগামী বছর অর্থাৎ ২০২২ সালে ফের স্বাভাবিক নিয়মে হবে মাধ্যমিক (Madhyamik Exam 2022) ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2021)।
মাধ্যমিকের কবে কী পরীক্ষা দেখে নিন…
- ৭ মার্চ প্রথম ভাষা
- ৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা
- ৯ মার্চ ভূগোল পরীক্ষা
- ১১ মার্চ ইতিহাস পরীক্ষা
- ১২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা
- ১৪ মার্চ অঙ্ক পরীক্ষা
- ১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা
- ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীর ভট্টাচার্য জানিয়েছেন, ২ এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ২০ এপ্রিল। তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে ৪ মার্চ পর্যন্ত হবে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল। তবে এই পরীক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে স্কুলের। প্রশ্নপত্র সংসদের তরফে পাঠানো হবে না বলেই জানিয়েছেন সভাপতি। করোনা আবহে পরীক্ষা দিতে গিয়ে যাতে কোনওভাবে পড়ুয়াদের সমস্যায় পড়তে না হয়, সেদিকে নজর রয়েছে রাজ্যের। সংসদের তরফে জানানো হয়েছে, চলতি বছর নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা।
কোভিড বিধি মেনে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র বাড়বে। তবে সবকিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। ডিসেম্বরের শেষদিকে টেস্ট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হতে পারে।