- Advertisement -
- Advertisement -
Kali Puja 2021: কালীপুজোর রাতে দর্শনার্থীদের একটা ভিড় থাকে কালীঘাটমুখী। আরও একটা ভিড় থাকে দক্ষিনেশ্বরমুখী।কালীপুজোর রাতে বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার কালীঘাট এবং উত্তর শহরতলির দক্ষিণেশ্বরকে জুড়তে এই বিশেষ মেট্রো।
শহরের যেকোনও প্রান্ত থাকে অনেক রাত পর্যন্ত কালীঘাট পৌছনোর পরিবহণ থাকে। কিন্তু সন্ধ্যা থেকে রাত বাড়লেই, সেই পরিবহণ ক্রমশ দক্ষিণেশ্বরের জন্য কমতে থাকে। আর কালীপুজো যেহেতু ছুটির দিন তাই রাস্তায় আরও কম থাকে পরিবহণ। এসব বিচার করেই রাত ১০টায় একটি বিশেষ ট্রেন ঘোষণা করেছে কলকাতা মেট্রো।
সেই ট্রেন ১০টায় কবি সুভাষ থেকে ছেড়ে ১১টা ৫ মিনিটে পৌঁছবে দক্ষিণেশ্বর। এমনটাই মেট্রো রেল সূত্রে খবর।
- Advertisement -