রণবীর-আলিয়া, ক্যাটরিনা-ভিকির পর এবার রাজকুমার-পত্রলেখার বিয়ে নিয়ে গুঞ্জন রটেছে বলিউডে। তবে এখনো তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সূত্রের বরাত দিয়ে বিয়ের খবরটি ছেপেছে টাইমস অব ইন্ডিয়া। রাজকুমারের মিডিয়ার বাইরের ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রে জানা গেছে, গুঞ্জন এবার সত্য হতে পারে। এখন বিয়ের কিছু আনুষ্ঠানিকতা নিয়েই নাকি ব্যস্ত তাঁরা।
পত্রলেখাকে একটি বিজ্ঞাপনে দেখেই তাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজকুমার রাও। অবেশেষে ১০ বছর পর তার ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী নভেম্বরের ১০-১২ তারিখের মধ্যে বসবে তাদের বিয়ের আসর। ঘরোয়া আয়োজনে হবে বিয়ে।রাজকুমার ও পত্রলেখা দুইজনেই অভিনয়ের সঙ্গে যুক্ত। পরিচয়ের পর ১০ বছর প্রেম করেছেন তারা।
২০১৮ সালে বিয়ে নিয়ে এক প্রশ্নে পত্রলেখা জানিয়েছিলেন, ৬-৭ বছরের মধ্যে তাদের বিয়ের পরিকল্পনা নেই। তবে সে সময় শেষ হওয়ার আগেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, অতিথিদেরও নিমন্ত্রণ করা শুরু হয়ে গেছে।