অবশেষে তৃণমূলেই ফিরলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মমতার ছবি নিয়ে তৃণমূল ত্যাগ করেছিলেন তিনি।রবিবার দুপুরে ত্রিপুরার মাটিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ফের তুলে নিলে ঘাসফুল আঁকা তৃণমূলের পতাকা।
প্রাক্তন সেচমন্ত্রী ত্রিপুরায় তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন আর বিজেপি কাঁপছে। কী অবস্থা ভাবুন।ত্রিপুরায় গদি টলমল হয়ে গিয়েছে। এইজন্য ভয় পেয়ে গিয়েছে। আমি চারদিকে ঘুরেছি। প্রত্যেকের একটা কথা। দাদা কত তাড়াতাড়ি পরিবর্তন আসবে। যিনি পরিবর্তন নিয়ে আসবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এরপর রাজ্য সরকারের নানা উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। বিজেপি শাসিত রাজ্যের পরিস্থিতির সঙ্গে বাংলার তুলনা করেও দলীয় নেতৃত্বের মন ভেজানোর মরিয়া চেষ্টা করেন রাজীব।
কিন্তু তৃণমূলের নীচুতলার কর্মীদের একটাই প্রশ্ন যে রাজীব এতদিন তৃণমূলের চোখে গদ্দার ছিলেন, যে রাজীব বার বার মমতা আর অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, কোন বোঝাপড়ায় সেই রাজীবকেই আবার সাদরে ঘরে তুলে নিল তৃণমূল।