৩১ অক্টোবর, রবিবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। তবে আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন।প্রায় ৬ মাস পরে ফের লোকাল ট্রেন চালুর অনুমতি দিল রাজ্য। রাজ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালু করা যাবে লোকাল ট্রেন, এমনটাই জানিয়েছে রাজ্য।
উৎসবের মরসুমে সাময়িক ছাড় দিলেও রাজ্যে করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধ বহাল ছিল। এতদিন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি লোকাল ট্রেন চালানো নিয়ে। অতএবলোকাল ট্রেন চালু হওয়া নিয়ে সংশয় ছিলই। এবার রাজ্যে ট্রেন চালুর অনুমতি মিলল।
এখন সব শাখাতেই কিছু কিছু স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। সাম্প্রতিক কালে তার সংখ্যাও বাড়ানো হয়েছে। অক্টোবর মাস পর্যন্ত বিধি নিষেধ জারি করেছিল রাজ্য সরকার। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগের দিনই স্বাভাবিক হচ্ছে লোকাল ট্রেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে স্কুল-কলেজ খোলা হবে। আর সেই ঘোষণার পরেই রেলকর্তারা আশা করছিলেন খুব তাড়াতাড়ি ট্রেন চলাচল স্বাভাবিক হবে। শুক্রবার বিকেলে সেই খবর মিলল।