- Advertisement -
- Advertisement -
শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্র জগৎ। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমার । মাত্র ৪৬ বছর বয়সে তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সিনেদুনিয়া। এদিন সকালেই আচমকা হার্ট অ্যাটাক হয় তাঁর। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর বেলার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।হাসপাতাল চত্বরে কড়া সুরক্ষা বলয় মোতায়েন করা হয়। হাসপাতালে যান মুখ্যমন্ত্রী বোম্মাইয়াও।
সোনু সুদ, আর মাধবন, চিরঞ্জিবী, প্রকাশ রাজ-সহ বহু অভিনেতা-অভিনেত্রী পুনিতের অকাল প্রয়াণে টুইট করে শেষ শ্রদ্ধা জানান।পুনিত বর্ষীয়ান অভিনেতা রাজকুমার এবং পার্বতাম্মার ছেলে। আপ্পু নামে পরিচিত বহু ছবিতে কাজ করেছেন। যুবরত্না, রাজাকুমারা, রানা বিক্রমার মতো হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।
- Advertisement -