মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই গোয়ায় তৃণমূলে যোগদানের চমক।সকালে শুরুতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী নাফিসা আলি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন প্রবীণ এই অভিনেত্রী৷ নাফিসা আলি ছাড়াও তৃণমূলে যোগ দিয়েছেন পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু৷ এরপরই কিছুক্ষণের ব্যবধানে তৃণমূলে যোগ দিলেন দেশের গর্ব টেনিস খেলোয়ার লিয়েন্ডার পেজ ।
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লিয়েন্ডার পেজের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এরপর মমতা বলেন, ”দেশের গর্ব লিয়েন্ডার পেজ। আজ তিনিও আমাদের দলে যোগ দিলেন। গোয়াকে বাংলার মতোই উন্নয়নের প্রতীক হিসেবে গড়ে তুলতে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন।” প্রসঙ্গত, ইতিমধ্যেই গোয়ায় কংগ্রেসে রীতিমতো ভাঙন ধরিয়েছে। গোয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীও যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম গোয়া সফরে যে বেশ কিছু চমক থাকবে, তা আশা করাই গিয়েছিল। আর ঘটনাচক্রে হচ্ছেও তাই। লিয়েন্ডারের মতো খেলোয়ার, নাফিসা আলির মতো অভিনেত্রী কিংবা মৃণালিনী দেশপ্রভুর মতো পরিচিত মুখের যোগদান সেই চমক ক্রমশই বাড়াচ্ছে।