ভোরের দিকে কুয়াশায় ঢেকে থাকছে তারই মধ্যে ঘূর্ণাবর্তের জেরে কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। তেমন কোনো দুর্যোগের আশঙ্কা নেই।
দক্ষিণ-পূর্ব বাংলাদেশকে ঘূর্ণাবর্ত রয়েছে ধরে দক্ষিণবঙ্গে আত্মহত্যাজনিত অস্বস্তি থাকবে। এছাড়াও ঘূর্ণাবর্তের জেরে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হবে হালকা শীতের আমেজ।
আসরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৮% থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের বেশকিছু জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহার আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাত হতে পারে। মৌসুমী বায়ুর সঙ্গে বর্ষা বিদায় নিয়েছে রাজ্য থেকে তবে বৃষ্টির চোখরাঙানি এখনও রয়েছে। বৃষ্টি যেনো পিছু ছাড়ছে না বাংলার। রাজ্যে ফের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুবালি হাওয়ার প্রভাবে ভারী বৃষ্টি না হলে বিক্ষিপ্ত দু-এক পশলা বৃষ্টি হবে।
হাওয়া অফিস জানিয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ,হাওড়া পূর্ব মেদিনীপুর ,কলকাতাতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে।