একটা দশক পর ফের বাড়তে চলেছে দেশলাইয়ের দাম। এবার ১ টাকা থেকে বেড়ে হবে ২ টাকা। তা কার্যকর হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে। বৃহস্পতিবার শিবকাশিতে অল ইন্ডিয়া চেম্বার ফর ম্যাচসের বৈঠকে দামবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুদ্রাস্ফীতির ফলে কাঁচামালের দাম বেড়েছে। ফলে, বেড়েছে উৎপাদন খরচ। সামঞ্জস্য বজায় রাখতে এই নিত্যপ্রয়োজনীয় বস্তুটির দাম বাড়াতে হচ্ছে বলে জানা গিয়েছে।
এর আগে, ২০০৭ সালে শেষবার দেশলাইয়ের দাম বেড়েছিল। সেবার এক বাক্স দেশলাইয়ের দাম ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা করা হয়েছিল।
প্রস্তুতকারী সংস্থাগুলির মতে, দেশলাই উৎপাদন করতে ১৪টি ভিন্ন কাঁচামালের প্রয়োজন হয়। তারা জানিয়েছে, হত ১৪ বছরে কাঁচামালের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। এর ফলে, উৎপাদন খরচও পাল্লা দিয়ে বেড়েছে।
পাশাপাশি, বাইরের বাক্স তৈরির সামগ্রীর দাম ৩৬ থেকে বেড়ে ৫৫ হয়েছে। ভেতরের বাক্সের দাম ৩২ থেকে বেড়ে হয়েছে ৫৮।
প্রস্তুতকারী সংস্থাগুলির দাবি, দেশলাই তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী যেমন কাগজ, স্প্লিন্ট, পটাসিয়াম ক্লোরেট, সালফারের দামও বেড়েছে।