বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দেশই কোয়ালিফাইং রাউন্ড খেলে সুপার টুয়েলভে উঠেছে। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে। ভাল ছন্দে ছিল দুই দেশই। তবে রবিবার বাজিমাত করল শ্রীলঙ্কা। ১৭১ রান করেও সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।
টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল দাসুন শানাকা। নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ১৭১ রান করে শ্রীলঙ্কা। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ জিতে পায়ের তলার জমি শক্তি করল শ্রীলঙ্কা।
৪৯ বলে অপরাজিত ৮০ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন আসালঙ্কা। একা দায়িত্ব নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে জয় এনে দেন তিনি। ৩১ বলে ৫৩ রান করে তাঁকে যোগ্যসঙ্গত করেন রাজাপক্ষে। বাংলাদেশের ১৭১ রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ৪মেরে ৫ উইকেটে ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা। ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে শ্রীলঙ্কা। শাকিব এবং নাসুম আহমেদ দু’টি করে উইকেট নিয়েছেন। সইফুদ্দিন নিয়েছেন ১ উইকেট।