ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়। কয়েকদিন আগেই দিল্লি যান রাজ্যপাল। উঠেছিলেন বঙ্গভবনে। শুক্রবার থেকে জ্বরে ভুগছিলেন রাজ্যপাল। গতকাল পরীক্ষার পর রক্তে ম্যালেরিয়ার জীবাণু মিলেছে। বঙ্গভবনেই চিকিৎসা চলছে তাঁর।
পুজোর সময় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকেই তিনদিন আগে বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লি যান তিনি। তখনও পর্যন্ত সুস্থই ছিলেন। এরপর দিল্লিতে একের পর এক কর্মসূচি সারেন তিনি। শুক্রবারই হঠাত্ করে জ্বরে আসে তাঁর।
উৎসবের মরসুমে এরাজ্যে- বাড়ছে ম্যালেরিয়া, ডেঙ্গির প্রকোপ। করোনার পাশাপাশি রাজ্যে দাপট দেখাচ্ছে মশাবাহিত রোগ। অগাস্ট পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার। মৃত্যু হয়েছে ২ জনের। কিন্তু, তারপর থেকে যেভাবে প্রবল বৃষ্টি হয়েছে, তাতে আক্রান্তের সংখ্যাটা আরও বেড়েছে বলেই অনুমান চিকিৎসকদের।