- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
আগামী ১ নভেম্বর থেকে পুনরায় ওলার ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হবে। তার আগে ওলার প্রথম হাইপারচার্জিং স্টেশন লঞ্চ করলেন সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল।
টুইটারে ওলা ইলেকট্রিকের প্রথম হাইপারচার্জারে একটি Ola S1 ইলেকট্রিক স্কুটার চার্জ দেওয়ার ছবি শেয়ার করেছেন ভাবিশ আগরওয়াল।ওলার দাবি, চার্জিং পয়েন্টে ১৮ মিনিটের চার্জ দিলেই ৭৫ কিলোমিটারের রেঞ্জ পাবে ওলার ই-স্কুটার।

আগামী ১০ নভেম্বর থেকে Ola S1 এবং Ola S1 Pro-এর টেস্ট রাইডের সুবিধা মিলবে বলে জানিয়েছে সংস্থা।
- Advertisement -