শ্রীনগর: নির্বাচনের পরই জম্মু কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া হবে৷আজ তিন দিনের জম্মু-কাশ্মীর সফরে গিয়ে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জম্মু- কাশ্মীরে যেভাবে সীমানা পুনর্নিধারণের কাজ চলছিল, সেভাবেই চলবে৷ ভোটের পরই জম্মু কাশ্মীরকে (Jammu and Kashmir) রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া হবে৷
২০১৯-এর অগাস্টে, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হয় জম্মু-কাশ্মীর। কাশ্মীর থেকে ভেঙে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় লাদাখকে। কেন্দ্রের বিজেপি সরকারের যুক্তি ছিল, এর ফলে, বন্ধ হবে সন্ত্রাস। কারগিল-লাদাখের মতো এলাকার নিরাপত্তা আরও জোরদার হবে। এর পাশাপাশি, ভিটেয় ফিরতে পারবেন কাশ্মীরি পণ্ডিতরা।
২০১৯ সালে ৩৭০ ধারা রদের পর এই প্রথমবার কাশ্মীরে এলেন অমিত শাহ। এদিন নগাঁওয়ে জঙ্গি হানায় নিহত জম্মু-কাশ্মীরের পুলিশ অফিসার পারভেজ আহমেদের পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিহত অফিসারের স্ত্রীর হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র।