দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের হাই-ভোল্টোজ ম্যাচে সম্মুখসমরে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে মোট ৬ বার একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে দু’দেশ। আগের ৫ বারই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া।
ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে টস জিতল পাকিস্তান। টস জিতে পাক দলনায়ক বাবর আজম রান তাড়া করার সিদ্ধান্ত নেন। সুতরাং দুবাইয়ে টস হেরে শুরুতে ব্যাটিং টিম ইন্ডিয়ার।
ভারতের প্রথম একাদশ
১৫ জনের স্কোয়াড থেকে ভারত রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখে রবিচন্দ্রন অশ্বিন, ইশান কিষাণ, শার্দুল ঠাকুর ও রাহুল চাহারকে।
প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।