T20 WC, Ind vs Pak: পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে বিরাট কোহলি ব্রিগেড। বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ভারত।
ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতকে এগিয়ে রাখলেও পাকিস্তানকে হালকাভাবে নিতে নারাজ বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, ‘অতীতের পরিসংখ্যান, রেকর্ড নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নই আমরা। এই বিষয়টা আমাদের লক্ষ্যভ্রষ্ট করে দেবে। তার জন্যই আগামী ম্যাচের দিকেই ফোকাস করতে চাই। পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স দেখেছি। আমরা কোনওভাবেই দলটিকে ছোট করে দেখছি না। ওঁরা যথেষ্ট শক্তিশালী।’
তিনি আরও বলেন, ‘আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। কারণ ওঁদের দলে অনেক তরুণ প্রতিভা রয়েছে। যারা মুহূর্তের মধ্যে ম্যাচের রং বদলে দিতে পারে। অতীত ভেবে লাভ নেই, চাইছিও না। এটা বিশ্বকাপের মঞ্চ। এখানে যা কিছু হতে পারে। আমরা আমাদের নিজেদের ক্ষমতা, শক্তি সম্পর্কে ওয়াকিবহাল।’
প্রথম ম্যাচে কী হার্দিককে পাওয়া যাবে? সেই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, ‘হার্দিকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। টুর্নামেন্টের ম্যাচগুলিতে হার্দিক যাতে অন্তত ২ ওভার বোলিং করতে পারে, সেজন্য প্রস্তুতি নিচ্ছে। যতক্ষণ না সে ডেলিভারি করছে, ততক্ষণ অন্য বিকল্পের কথা ভেবেছি, যারা এক বা দু’ওভার বোলিং করতে পারবে। ৬ নম্বরে ব্যাট করতে নেমে হার্দিক যে পারফরম্যান্স দেয়, সেটা রাতারাতি কেউ করতে পারে না।’