গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই তিক্ত অভিজ্ঞতা হল। ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে হারতে হল ওয়েস্ট ইন্ডিজকে। উল্লেখ্য, শেষবার ২০১৬ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজের ৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৫৬ রান তুলে নেয়। ৩টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন বাটলার। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৭ রান করে নট-আউট থাকেন মর্গ্যান। ৭০ বল বাকি থাকতে ৬ উইকেটের দাপুটে জয় ব্রিটশদের।
১৭ রানে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারে ধস নামানো মইন আলি ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়ার শুরুটাও ভাল হল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে দিলেন অ্যারন ফিঞ্চরা। দলের জয়ে ব্যাট হাতে অবদান রাখলেন স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস। সব মিলিয়ে অজি শিবিরে খুশির হাওয়া।