আগামিকাল রবিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর।রবীন্দ্রমঞ্চে শিলিগুড়ি পুলিশের বিজয়া সম্মেলনে যোগ দেবেন। সেই মঞ্চ থেকেই শারদ সম্মান প্রদান করবেন মুখ্যমন্ত্রী।
সোমবার উত্তরকন্যায় প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন। মঙ্গলবার যাবেন কার্শিয়ংয়ে। কার্শিয়ং সার্কিট হাউসে দার্জিলিং-কালিম্পং প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন। তারপর ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন । ২৮ অক্টোবর ফিরে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন। তবে এই সফরে দার্জিলিং যাচ্ছেন না মমতা।
বন্যায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেই বিষয়ে তিনি বৈঠক করবেন এবং সেখানে যাবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে ফিরে গোয়া সফরে যাওয়ার কথা তাঁর।
উল্লেখ্য, মমতার সফরের আগেই গোয়ায় কোমর বেঁধে নেমে পড়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই রীতিমতো চমক দিয়ে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, দীর্ঘ দিনের বিধায়ক লুইজিনহো ফালেরিও যোগ দিয়েছে তৃণমূলে। তাঁকে এদিন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদে বসিয়েছে এ রাজ্যের শাসক দল।