করোনার উপসর্গ আছে, এমন ৫-১১ বছর বয়সী শিশুদের শরীরে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর। শুক্রবার গবেষণার বিস্তারিত তথ্য বিবৃতি হিসাবে জারি করেছে সংস্থা। এই বয়সের বাচ্চাদের আমেরিকা টিকাকরণ শুরু করতে চলেছে বলে খবর।
জানা গিয়েছে, নভেম্বরের শুরুতে ৫-১১ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু করবে আমেরিকা। যাতে বাচ্চারা ক্রিসমাসের মধ্যে পুরোপুরি সুরক্ষিত হতে পারে। তবে তার আগে ড্রাগ নিয়ন্ত্রকদের সবুজ সংকেত দরকার। উল্লেখ্য, অনলাইনেই ফাইজার সংস্থা গবেষণার তথ্য প্রকাশ করেছে। এফডিএ সংস্থার সুরক্ষা ও কার্যকারিতা তথ্যের রিভিউ পরেরদিন দিতে পারে।যুক্তরাষ্ট্রের করোনা মহামারি শুরুর পর এখন পর্যন্ত করোনায় ৫ থেকে ১১ বছর বয়সী ১৫৮ শিশুর মৃত্যু হয়েছে।
ফাইজার জানিয়েছে, করোনায় প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মৃত্যুহার কম হলেও চলতি বছর ৫ থেকে ১৪ বছর বসয়ী শিশুদের মৃত্যুর প্রধান ১০টি কারণে একটি ছিল কোভিড-১৯।
প্রসঙ্গত, গত মাসে ডেল্টা প্রজাতির দাপটে টিকা না নেওয়া শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে গিয়েছিল।