কংগ্রেস-সিপিএম উঠেই গিয়েছে। ওদের ভোট দেওয়ার থেকে নোটায় ভোট দেওয়া ভালো। গোসাবা ও খড়দহের সভা থেকে এভাবেই বাম-কংগ্রেসকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুর উপনির্বাচন এবং সামশেরগঞ্জ, জঙ্গিপুর সাধারণ নির্বাচনে পর্যদস্তু হয়েছে বাম-কংগ্রেস। গোসাবার সভা থেকে তাদেরকেও আক্রমণ করেন ডায়মন্ডহারবারের সাংসদ।গোসাবার মঞ্চ থেকেও বাম-কংগ্রেসকে একযোগে বলেন, “কংগ্রেস বিজেপির কাছে শুধু হারছে। কংগ্রেস-বামকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট। কংগ্রেস আর তৃণমূলের পার্থক্য হল, কংগ্রেস ৭ বছর ধরে বিজেপির কাছে হারছে। আর তৃণমূল ৭ বছর ধরে বিজেপিকে হারাচ্ছে।”
তিনি আরও বলেন,
- গত ৬ মাসে বিজেপির একটাও নেতাকে রাস্তায় দেখেছেন ?
- এত সহজে বিশ্বাসঘাতকদের দলে ফিরতে দেব না
- ৩০ তারিখ ৪-০ ফলে জিতবে তৃণমূল, তারপর গোয়া, ত্রিপুরায় জিতবে
- দেশে ডিজেল ১০০ টাকা পার, গ্যাসের দাম ১০০০ টাকা, কোথায় বাস করছি আমরা?
- দেশে কি কালোটাকা ফেরত এসেছে ?
- একের পর এক জনবিরোধী সিদ্ধান্তে লাটে উঠেছে দেশের অর্থনীতি
- কংগ্রেস-সিপিএম এখন শূন্য, আপনি কাদের ভোট দিচ্ছেন?
- সিপিএম-কংগ্রেসের চেয়ে নোটা অনেক ভাল
- নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের সুবিধে করে দিতে আট দফায় ভোট করেছে’
- বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে চেয়েছিল বিজেপি
- বাংলায় ১ দফায় নির্বাচন করলে করোনার বাড়বাড়ন্ত আটকানো যেত
- মানুষের হয়ে কাজ করতে গিয়ে জীবন দিয়েছেন তৃণমূল প্রার্থী
- বহিরাগতদের উপদ্রবেই করোনার বাড়বাড়ন্ত
- আগামী ৩ মাসের মধ্যে ৫টি রাজ্যে বিজেপিকে হারাবে তৃণমূল
- বিজেপিকে সরিয়ে তৃণমূল ওই রাজ্যগুলিতে ক্ষমতা দখল করবে
- এটা খড়দার নির্বাচন নয়, ভারতকে রক্ষা করার নির্বাচন’
- বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে
অভিষেকের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিশ্বব্যাপী দুর্গাপুজোর প্রচারের জন্য ক্লাবগুলিকে টাকা দেন, বিজেপি তখন আদালতে যায়। এটা বাংলা, গুজরাত নয়, আমরা আত্মসমর্পণ করব না।