পশ্চিমবঙ্গে সেঞ্চুরি হাঁকাল ডিজেলও। জুলাই মাসে সেঞ্চুরি করেছিল পেট্রোল। এই বৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও তৈরি হল। কারণ বহনের খরচ যদি বেড়ে যায় তাহলে তা জিনিসপত্রের উপর চাপিয়েই বিক্রি করা হবে।
এদিন পুরুলিয়ার ঝালদা শহরে এক লিটার ডিজেলের দর পৌঁছয় ১০০.০৯ টাকায়। ঝালদা থানার অন্তর্গত খাটজুরি এবং স্কুল মোড়ে ডিজেলের দাম ছিল ১০০.১৪ টাকা। এই এলাকা দু’টি ঝাড়খণ্ড সংলগ্ন। শনিবার সকাল ৬টা থেকে কোচবিহারে ডিজেলের দাম লিটার পিছু ১০০.০৫ টাকা। আজ থেকেই আলিপুরদুয়ারেও ১০০ টাকা ছাড়াতে চলেছে ডিজেলের মূল্য।
ইতিমধ্যেই বাজারে সবজি থেকে শুরু করে মাছ, মাংস, সবেরই আকাশছোঁয়া দাম বেড়েছে। এবার রাজ্যে ডিজেলের দামও লিটার প্রতি একশো টাকা ছাড়িয়ে গেল। ফলে আরও জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কলকাতায় পেট্রোলের শনিবারের লিটার পিছু মূল্য হতে চলেছে ১০৭.৭৮ টাকা এবং ডিজেল ৯৯.০৮ টাকা। সুতরাং এখানেও সেঞ্চুরি হাঁকানোটা সময়ের অপেক্ষা।