- Advertisement -
- Advertisement -
কলকাতা : খড়দার জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।উপনির্বাচনের প্রচারে আজ থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেস (TMC)।৩০ অক্টোবর, রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আজ থেকে প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরকে আক্রমণ করে তিনি বলেন,”কিছু হলেই ইডি-সিবিআই দেখিয়ে দিচ্ছে বিজেপি। ইডি-সিবিআই আমার কাঁচকলা করবে, লিখে রাখুন। আমার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আওয়াজ বেরোবে।”
এছাড়াও অভিষেক বলেন,
- নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের সুবিধে করে দিতে আট দফায় ভোট করেছে
- বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে চেয়েছিল বিজেপি
- বাংলায় ১ দফায় নির্বাচন করলে করোনার বাড়বাড়ন্ত আটকানো যেত
- মানুষের হয়ে কাজ করতে গিয়ে জীবন দিয়েছেন তৃণমূল প্রার্থী
- বহিরাগতদের উপদ্রবেই করোনার বাড়বাড়ন্ত
- আগামী ৩ মাসের মধ্যে ৫টি রাজ্যে বিজেপিকে হারাবে তৃণমূল
- বিজেপিকে সরিয়ে তৃণমূল ওই রাজ্যগুলিতে ক্ষমতা দখল করবে
- এটা খড়দার নির্বাচন নয়, ভারতকে রক্ষা করার নির্বাচন
- বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে
প্রসঙ্গত, ভোটের ফল ঘোষণার আগে মৃত্যু হয় খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিন্হার। সেই আসনেই তৃণমূল এবার প্রার্থী করেছে শোভনদেব চট্টোপাধ্যায়কে।
- Advertisement -