দীপাবলির আগেই তাঁদের ঘরে আসতে চলেছে অত্যন্ত খুশির খবর ৷ কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) কিসান সম্মান নিধি যোজনার টাকা হতে পারে দ্বিগুণ ৷ সেক্ষেত্রে কৃষকেরা বছরে ৬,০০০ টাকার বদলে ১২,০০০ টাকা পাবেন ৷ অর্থাৎ প্রতি তিন মাস ছাড়া ২,০০০ টাকার বদলে ৪ হাজার টাকা পাবেন কৃষকেরা ৷
পিএম কিসান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) উপরে বিভিন্ন রকমের প্রশ্নচিহ্ন লাগছে যখন থেকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বিহারের কৃষিমন্ত্রীর অমরেন্দ্র প্রতাপ সিং বৈঠকের পরে বিহারের কৃষিমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কিসান সম্মান নিধি যোজনার টাকা দ্বিগুণ করার জন্য সমস্ত প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ এবারই পিএম কিসান সম্মান নিধি প্রকল্পের টাকা দ্বিগুণ হবে ৷
যদি কোনও গ্রাহক পিএম কিসান সম্মান নিধি যোজনার (PM Kisan) শেষ কিস্তির টাকা না পেয়ে থাকেন তিনি ৩০ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে নাম নথিভুক্ত করে নিন ৷ মনে করা হচ্ছে এইবার তাঁরা ২,০০০ টাকার বদলে ৪,০০০ টাকা পাবেন ৷ নাম নথিভুক্ত করার জন্য পিএম কিসান সম্মান নিধি যোজনার ওয়েবসাইটে যেতে হবে করতে আবেদন (Website of PM Kisan Samman Nidhi Yojana) ৷ কিসান সম্মান নিধি যোজনার শুরু হয়েছে ২০১৮ সালে ৷ যোজনার উদ্দেশ্য ছিল ২০২২ সাল পর্যন্ত কৃষকদের আয় দ্বিগুণ করার ৷