সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতাদের একজন নিহত হয়েছেন। তার নাম আবদুল হামিদ আল-মাতার। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এ দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র সেনাবাহিনীর মেজর জন রিগসবি শুক্রবার এক বিবৃতিতে দাবি করেন, ‘আজ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হামলায় আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আবদুল হামিদ আল-মাতার নিহত হয়েছেন।’
হামলায় আর কেউ নিহত হননি দাবি করে মেজর জন রিগসবি বলেন, এমকিউ-৯ ড্রোন দিয়ে এই হামলা করা হয়। তিনি বলেন, আল-কায়েদার এই শীর্ষ নেতাকে হত্যার ফলে সন্ত্রাসী সংগঠনটির আরও হামলার চক্রান্ত ও বিশ্বব্যাপী হামলা চালানোর সক্ষমতা কমে যাবে।
জন রিগসবি বলেন, ‘আল-কায়েদা যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের অব্যাহতভাবে হুমকি দিয়ে চলেছে। নিজেদের পুনর্গঠিত করা, বহিরাগত সহযোগীদের সঙ্গে সমন্বয় ও সিরিয়ার বাইরে হামলার পরিকল্পনার জন্য সিরিয়াকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে আল-কায়েদা।’