টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারত বলে মনে করেন ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এরপর খুব কাছাকাছি গেলেও শিরোপা অধরাই রয়ে গেছে ।
সৌরভের মতে, ‘ভারত খুব শক্তিশালী দল। আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে বলে বিশ্বকাপের অন্যতম দাবিদার আমরা। হ্যাঁ, প্রতিবার বিশ্বকাপ জেতা সম্ভব নয়। কিন্তু প্রথম আসরের মতো এবারও আমাদের শিরোপা জেতার সম্ভাবনা আছে ।’
সৌরভ বলেন, ‘২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরে গিয়েছিলাম। আমাদের বড় ম্যাচ জিততে হবে। এবার আমরা আশাবাদী। তবে নিশ্চয়তা দিয়ে কিছুই বলা যায় না, বিশেষ করে টি-টোয়েন্টিতে। তবে আবারও বলছি, এবার আমরা শিরোপার অন্যতম দাবিদার।’
পাকিস্তানের বিপক্ষে ২৪ অক্টোবর ম্যাচ দিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হবে। ম্যাচটি প্রসঙ্গে সৌরভ বলেন, ‘আইসিসি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি আগেও হয়েছে। পাকিস্তান-ভারতের ম্যাচে টিকেটের চাহিদা অনেক বেশি থাকে। ম্যাচ আয়োজন ও নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হয়। বাইরে থেকে অনেকে বলে এ ম্যাচে অনেক চাপ থাকে। তবে খেলোয়াড় হিসেবে আমি কখনই তা অনুভব করিনি।’