টেলিভিশনের পর্দায় যে সমস্ত অন্তরঙ্গ দৃশ্য, আলিঙ্গন কিংবা চুমুর দৃশ্য দেখানো হয়, সেগুলো দেশের সংস্কৃতি নষ্ট করছে। যুবসমাজের কাছে ভুল বার্তা তুলে ধরছে। অতঃপর অবিলম্বে এসব বন্ধ হোক। ‘দ্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির’ তরফে সম্প্রতি এমনটাই ঘোষণা করা হয়েছে।
কোন কোন বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে? অশ্লীল জামাকাপড় প্রদর্শন, যে কোনও রকমের অন্তরঙ্গ মুহূর্ত, অশ্লীল ইঙ্গিত, কোনওরকম শয্যাদৃশ্য এবং যে ধরণের দৃশ্যগুলো বিশেষত কুরুচিকর বলে মনে হয়। এহেন যাবতীয় বিষয় মাথায় রেখে ধারাবাহিক তৈরি করার নির্দেশ দিয়েছে ইমরান সরকার।
এদিকে, অশ্লীলতার অভিযোগে গত বছর পেমরা তিনটি টিভি নাটক এবং ওয়েব সিরিজ চুরাইলকে নিষিদ্ধ করেছিল। এমনিতেই পাকিস্তানের চলচ্চিত্র শিল্পের অবস্থা পড়তির দিকে। তবে মানসম্মত স্ক্রিপ্ট আর পারিবারিক এবং সামাজিক জীবন নিয়ে তৈরি নাটক ও সিরিয়ালগুলো দর্শকপ্রিয়। উল্লেখ্য, এর আগে অশ্লীলতার কারণে পাকিস্তানে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।