Monday, June 5, 2023
Bangla Newsআন্তর্জাতিকসত্যজিৎ রায় নামাঙ্কিত জীবনকৃতি সম্মান পাচ্ছেন অস্কারজয়ী স্করসেসি এবং জাবো

সত্যজিৎ রায় নামাঙ্কিত জীবনকৃতি সম্মান পাচ্ছেন অস্কারজয়ী স্করসেসি এবং জাবো

- Advertisement -
- Advertisement -

সত্যজিৎ রায় নামাঙ্কিত জীবনকৃতি সম্মান পাচ্ছেন অস্কারজয়ী হলিউড পরিচালক মার্টিন স্করসেসি এবং বিশ্ববিখ্যাত হাঙ্গেরিয়ান পরিচালক ইস্তভান জাবো। চলতি বছর গোয়াতে অনুষ্ঠিত হতে চলা ৫২তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (ইফি)-র মঞ্চে এই দুই খ্যাতনামা পরিচালককে ভূষিত করা হবে এই সম্মানে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের তরফে ঘোষণা করা হয়েছে এই খবর। এএনআই সংবাদামধ্যমের তরফেও টুইট করে সিলমোহর দেওয়া হয়েছে এই খবরে।

ছকভাঙ্গা ছবি তৈরির ক্ষেত্রে স্করসেসি ও জাবো বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের একেকজন দিকপাল। তাঁদের পরিচালিত বহু ছবি সারা বিশ্বজুড়ে দারুণভাবে সমাদৃত হওয়ার পাশাপাশি ভাবিয়ে তুলিয়েছে দর্শক ও ছবি সমালোচকদের। প্রসঙ্গত, ২০১৯ সালে স্করসেসি পরিচালিত ‘দ্য আইরিশম্যান’ শুধু দর্শকদের মাঝে গৃহীত হয়েই থেমে থাকেনি, একইসঙ্গে অস্কারের বিভাগে মনোনয়নও আফায় করে নিয়েছিল এই ছবি।

উল্লেখ্য, একাধিক সাক্ষাৎকারে স্করসেসি জানিয়েছেন তাঁর অন্যতম প্রিয় পরিচালকের নাম সত্যজিৎ রায়। সত্যজিতের অপু ট্রিলজি দেখে যে ছবি তৈরির নানান খুঁটিনাটি বিষয় তিনি শিখেছেন তা স্বীকার করতেও এতটুকুও কুন্ঠা বোধ করেননি ‘রেজিং বুল’ এর পরিচালক। অন্যদিকে, হাঙ্গেরিয়ান পরিচালক ইস্তভান জাবো-র অপেরা নির্দেশক হিসেবেও রয়েছে সমান খ্যাতি। আশির দশকে হাঙ্গেরিয়ান ভাষায় তাঁর তৈরি ছবি ‘মেফিস্টো’ জিতে নিয়েছিল অস্কার।

- Advertisement -

কলকাতা নিউজ ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা নিউজ ২৪ বাংলার ওয়েবসাইটে।

Sponsored Content

spot_img

Most Read News

Related News

৫০ বছরের বেশি সময় কেটেছে বন্দী অবস্থায়, অবশেষে সাগরে ফিরছে ললিতা

তিমিটির নাম ললিতা। বয়স ৫৭ বছর। এর মধ্যে ৫০ বছরের বেশি সময় কেটেছে বন্দী অবস্থায়। অবশেষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা...

এবারও সবচেয়ে সুখী দেশের তালিকায় সবার ওপরে ফিনল্যান্ড

এ নিয়ে পরপর ছয়বার দেশটি সুখী দেশের তালিকায় সবার ওপরে রয়েছে। অন্যদিকে এবারের সুখী দেশের তালিকায় তলানিতে রয়েছে...

ইউক্রেনের খাররিভে রুশ হামলায় ভারতীয় পড়ুয়ার মৃত্যু

 ইউক্রেনে রুশ হামলায় প্রাণ গেল ভারতীয় পড়ুয়ার। মঙ্গলবার সকালে খারকভে রুশ গোলায় মৃত্যু হিয়েছে এক ভারতীয় পড়ুয়ার। টুইট...

রুশ গোলায় পুড়ে ছাই বিশ্বের সবথেকে বড় বিমান

রাশিয়ার আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে বিশ্বের সবথেকে বড় বিমান আন্তোনভ আন-২২৫। এ বিমানটি তৈরি করেছিল ইউক্রেনের অ্যারোনটিকস কোম্পানি...