Saturday, June 10, 2023
Bangla Newsঅন্যান্যগভীর সমুদ্রে ‘অত্যাধুনিক বিনোদন কেন্দ্র’ বানাচ্ছে সৌদি

গভীর সমুদ্রে ‘অত্যাধুনিক বিনোদন কেন্দ্র’ বানাচ্ছে সৌদি

- Advertisement -
- Advertisement -

পর্যটন খাতে নতুনত্ব আনতে চাচ্ছে সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চায় দেশটি। এজন্য ২০২১ থেকে ২০২৫ সাল মেয়াদি কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গভীর সমুদ্রে পর্যটনকেন্দ্র গড়ে তোলা।  

মূলত গভীর সমুদ্রের তেল-গ্যাসক্ষেত্রগুলো থেকে অনুপ্রাণিত হয়েই এ পরিকল্পনা নেওয়া হয়েছে। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ঘোষিত নতুন এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে দ্য রিগ। যেটির আয়তন হবে দেড় লাখ বর্গমিটারের বেশি। এতে থাকবে তিনটি বিলাসবহুল হোটেল, বিশ্বমানের রেস্তোরাঁ ও বিভিন্ন ধরনের রোমাঞ্চকর কার্যক্রমের আয়োজন।তবে এ প্রকল্পে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে সে সম্পর্কে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। দ্য রিগের প্রচারে যে ভিডিও তৈরি করা হয়েছে সেখানে দেখা গেছে, এতে থাকবে রোলার কোস্টার, ওয়াটার স্লাইট, ডাইভিংসহ নানা আয়োজন। পিআইএফের পক্ষ থেকে এ ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এক বিবৃতিতে পিআইএফ জানিয়েছে, প্রকল্পটি হবে পর্যটকদের জন্য অনন্য আকর্ষণ। আশা করা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের এটি আকৃষ্ট করতে সক্ষম হবে। বিশেষ করে এ অঞ্চলের দেশগুলোর মানুষের ভ্রমণের কেন্দ্র হতে চায় সৌদি আরব। সৌদি আরবের পর্যটন ও বিনোদন খাতের জন্য পিআইএফের নেয়া ২০২১-২৫ কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ প্রকল্পের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব হবে। এর মাধ্যমে সৌদি ভিশন-২০৩০ অর্জন হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র : অ্যারাবিয়ান বিজনেস, গাল্ফ বিজনেস, সিএনএন

- Advertisement -

কলকাতা নিউজ ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা নিউজ ২৪ বাংলার ওয়েবসাইটে।

Sponsored Content

spot_img

Most Read News

Related News

ধারাভির এঁদো গলি থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেল, কে এই মালিশা খারওয়া?

মুম্বইয়ের ধারাভি থেকে ফ্যাশনের জগতে তোলপাড় ফেলেছেন মালিশা খারওয়া।এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধারাভির এক সাধারণ মেয়ে মালীশার...

পৃথিবীর মতোই আরও একটা পৃথিবীর হদিশ মিলল সৌরজগতে, উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

সৌরজগতে মিলল আরও এক ‘পৃথিবী’। আকাশগঙ্গা ছায়াপথ থেকে তার অবস্থান ৮৬ আলোকবর্ষ দূরে। পৃথিবীর সঙ্গে তার সাদৃশ‌্য রয়েছে...

মহা শিবরাত্রি ২০২২: পূজা পদ্ধতি, মন্ত্র ও নিয়ম

শিবের অর্চনার সেইভাবে কোনও বিশেষ দিন হয় না, শিব আদি এবং অনন্ত, মহাদেবের অধিষ্ঠান এই জগৎ সংসারের সর্বত্রই!...

‘রজনীকান্ত’ অবতারে মহেন্দ্র সিং ধোনি!  দেখুন ভাইরাল ভিডিও

‘রজনীকান্ত’ অবতারে মহেন্দ্র সিং ধোনি! ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল নেটদুনিয়ায়।এবার আর বাইশ গজে ব্যাট-বল হাতে নয়, বরং ক্যামেরার...