Monday, June 5, 2023
Bangla Newsদেশ‘কবচ যতই শক্তিশালী হোক না কেনও আমাদের এখনও সতর্ক থাকতে হবে’, কোভিড...

‘কবচ যতই শক্তিশালী হোক না কেনও আমাদের এখনও সতর্ক থাকতে হবে’, কোভিড নিয়ে সতর্কবাণী মোদীর

- Advertisement -
- Advertisement -

দেশের ১০০ কোটি মানুষের করোনা টিকাকরণ হয়ে গিয়েছে। বড় সাফল্যের অধিকারী দেশ, কিন্তু তা বলে রাশ আলগা করলে চলবে না। এখনও যুদ্ধ শেষ হয়নি। আর যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়া উচিত নয়। তাই মাস্ক না পরে বাইরে বেরোনো যাবে না। জুতো পরার মতো মাস্ক পরা অভ্যাস করে ফেলতে হবে বলে দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১০০ কোটি মানুষের করোনা টিকাকরণ হয়ে গেলও মাস্ক পরা ছাড়লে চলবে না। শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে দেশবাসীকে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, করোনা টিকাকরণ হলেও যুদ্ধ এখনও শেষ হয়নি। এখনও লড়াই জারি রয়েছে। কাজেই করোনা টিকাকরণ হলেও মাস্কের ব্যবহার জারি রাখতে হবে। দেশবাসীকে মাস্কের ব্যবহার ভুলে গেলে চলবে না। বাইরে বেরোলে যেমন কেউ জুতো পরতে ভোলেন না সেরকম ভাবেই মাস্ক পরা মনে রাখতে হবে বলে দেশবাসীকে বার্তা দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য করোনা টিকাকরণ হয়ে গিয়েছে বলে অনেকেই মাস্ক না পরে ঘোরাঘুরি করছেন বাইরে। তাই নিয়ে প্রধানমন্ত্রী মোদী রাজ্যগুলির সঙ্গে কথাও বলেছিলেন। এর আগেও দেশবাসীকে মাস্ক ব্যবহারের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতীয় সংস্থাগুলিতে এখন রেকর্ড বিনিয়োগ আসছে। গৃহ নির্মাণ ক্ষেত্রেও দেখা যাচ্ছে উন্নতির জোয়ার। করোনা-কালে দেশের অর্থনীতিকে সামাল দিয়েছে কৃষিক্ষেত্রের পারফরমেন্স। সব ক্ষেত্রে উন্নতির চিহ্ন দেখা যাচ্ছে, উত্‍সবের মরশুম তাতে আরও গতি দেবে।

করোনা টিকাকরণের বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বিরোধীদেরও নিশানা করেছেন। তিনি বলেছেন একটা সময়ে সকলে প্রশ্ন তুলেছিলেন, থালা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে লড়াই হয়েছে। এতে করোনা যাবে? কিন্তু এর ফলে একত্র লড়াইয়ের বার্তা প্রচারিত হয়েছে। সবাই এই টিকা পেয়েছেন, টিকা গ্রহণ নিয়ে এখানে কোনও সংশয় ছিল না। শুরুেত বলা হয়েছিল বিপুল জনসংখ্যার দেশ ভারচ। তাই এই লড়াই কঠিন হবে। এত জনসংখ্যার দেশে এত অনুশাসন এখানে কী করে পালিত হবে? সবাইকে নিয়ে নিখরচায় ভ্যাকসিনেশন কর্মসূচি চালু হয়েছিল। টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি। সকলে করোনা টিকা পেয়েছেন। ভারতের টিকাকরণ কর্মসূচির তুলনা এখন সারা বিশ্বের সঙ্গে হচ্ছে। যে দ্রুততায় ১০০ কোটি মানুষের টিকাকরণ হয়েছে বলার অপেক্ষা রাখে না।

- Advertisement -

কলকাতা নিউজ ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা নিউজ ২৪ বাংলার ওয়েবসাইটে।

Sponsored Content

spot_img

Most Read News

Related News

মাঝনদীতে ডুবে গেল হাউসবোট, শিশু-বয়স্ক-সহ কমপক্ষে ২২ জনের মর্মান্তিক মৃত্যু

কেরলের মালাপ্পুরম নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২।অধিকাংশ যাত্রীর কাছেই ছিল না লাইফ জ্যাকেট। এখনও চলছে উদ্ধারকাজ।...

বাড়ল ভোটার আইডি ও আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা, জেনে নিন

বাড়ল আধার কার্ড ও ভোটার আইডি সংযুক্তিকরণের সময়সীমা। বুধবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল আগামী বছরের ৩১ মার্চ...

Union Budget 2023: ২০২৩-২৪ সালে কোন কোন জিনিসের দাম বাড়ল-কমল? এক নজরে

Union Budget 2023: আগামী ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে।বুধবার ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী...

এবার আর আকাশপথে নয়, কলকাতা থেকে আগরতলা পৌঁছে যান ট্রেনেই

 কলকাতা থেকে আগরতলা যাওয়া যাবে রেলপথেই। বৃহস্পতিবার আগরতলা স্টেশন থেকে পতাকা নেড়ে আগরতলা-খোংসাং এবং আগরতলা-কলকাতা এক্সপ্রেসের শুভ সূচনা...