কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। বৃহস্পতিবার, ২১ অক্টোবর মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩% মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের।এবছর ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। কয়েক মাস আগেই কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে ১১ শতাংশ ডিএ এবং পেনশনারদের ডিআর বৃদ্ধির অনুমোদন দেয়। ১৭ থেকে একলাফে ২৮ শতাংশ হচ্ছে মহার্ঘ ভাতা। এই বৃদ্ধি চলতি বছর ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ৪৮ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনার।
বর্তমান কেন্দ্রীয় সরকারি ঘোষণার জেরে ডিএ এবং ডিআর বেড়ে হচ্ছে ৩১ শতাংশ। যার ফলে ৪৭.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৬২ লক্ষ পেনশনার উপকৃত হবেন। উৎসবের মরশুমে কেন্দ্রের এই উপহারে দারুণ খুশি সরকারি কর্মীমহল।