শুধু করোনা নয়, প্রকট আকার ধারণ করেছে জলবায়ু সংকট। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব–অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। একইভাবে এটি জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ বৃহস্পতিবার গবেষণা সাময়িকী ল্যানসেটে এমন সতর্কতার কথা তুলে ধরা হয়েছে।
এএফপির খবরে বলা হয়েছে, জনস্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বছরমেয়াদি গবেষণাটি চালিয়েছে ‘ল্যানসেট কাউন্টডাউন’। দেখা গেছে, ২০২০ সালে বিশ্বের ১৯ শতাংশ এলাকা তীব্র খরার সম্মুখীন হয়েছে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে জলবায়ু সংকট বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। গবেষণা বলছে, এর ফলে বিশ্বের ২০০ কোটির বেশি মানুষ ক্ষতির মুখে পড়েছে।
জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন বিশ্বজুড়ে তাপমাত্রা বেড়েই চলেছে। প্রচণ্ড দাবদাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে বেড়েছে দাবানলের ঘটনা। ল্যানসেট জানিয়েছে, আগের যে কোনো সময়ের চেয়ে বিশ্বের ১৩৪টি দেশের বাসিন্দারা দাবানলের বড় হুমকিতে রয়েছে। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির কারণে কৃষি ও নির্মাণকাজে জড়িত লাখ লাখ মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বিরূপ আবহাওয়া যেমন আর্থিক ক্ষতি করছে, তেমনই তা নানা সংক্রামক রোগ বিস্তারের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করছে বলে জানানো হয়েছে গবেষণায়। দেখা গেছে, গত কয়েক দশকের তুলনায় ডেঙ্গু জ্বর, জিকা ভাইরাস, কলেরা ও ম্যালেরিয়ার মতো রোগ ব্যাপকভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এ ক্ষেত্রে বাদ পড়ছে না ইউরোপের উন্নত দেশগুলোও।