Mamata Banerjee in Goa: আরব সাগরের পাড়ে জোড়া ফুল ফোটাতে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে দলের অন্দরে। আর সেই সূত্রেই একেবারে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পা রাখতে চলেছেন গোয়ায়।আগামী ২৮ অক্টোবর গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর শেষে সোজা চলে যাবেন গোয়া।
তৃণমূল সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর তিন দিনের সফর সেরে ফিরবেন তিনি। এরপরই আগামী ২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কিছু সামাজিক অনুষ্ঠানে যেমন তিনি যোগ দেবেন, সেইসঙ্গে বেশ কিছু বিশিষ্ট মানুষজনের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে।উত্তরবঙ্গ সফর শেষে সোজা চলে যাবেন গোয়া।
ইতিমধ্যেই তৃণমূল সাংসদ ডেরেক’ও ব্রায়ান গোয়ায় ঘাঁটি গেড়ে রয়েছেন ৷ একাধিক ব্যক্তিত্বদের সাথে বৈঠক করেছেন তিনি। ২০১৭ সালের বিধানসভা ভোটে গোয়ায় কংগ্রেস জিতেছিল ১৭টি আসন। বিজেপি জিতেছিল মাত্র ১৩টি আসন। যদিও রাজনৈতিক পালাবদলের পরে, বিজেপি সরকার গঠন করে। আর বাংলা দখলের পর এবার গোটা দেশ জুড়ে বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই সূত্রে গোয়াকে টার্গেট করেছে তাঁরা।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন রয়েছে গোয়ায়। এই রাজ্যকে লক্ষ্য করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ত্রিপুরায় সংগঠন করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় পার্টি অফিস খোলা হয়েছে। এখানের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি আমন্ত্রণ করেছিলেন মুখ্যমন্ত্রীকে। তাতেই সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।