অবশেষে বাবা-ছেলের দেখা হলো। আজ বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে বলিউড সুপারস্টার শাহরুখ খান আর্থার রোড জেলে গিয়েছিলেন।মাদককাণ্ডে জামিন পাননি শাহরুখ পুত্র আরিয়ান খান।প্রায় ১৯ দিন ধরে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে বন্দি রয়েছেন আরিয়ান। এতদিন ভিডিও কলে যোগাযোগ থাকলেও এদিন অভিনেতা শাহরুখ খান প্রথমবার আরিয়ানের সঙ্গে দেখা করতে গেলেন।
আজ সকালে আরিয়ানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে শাহরুখ গিয়েছেন বলে খবর। জানা গেছে, ১৫ থেকে ২০ মিনিটের মতো তিনি জেলের মধ্যে ছিলেন।কিং খানের পরনে ছিল ধূসর রঙা টিশার্ট, চোখে রোদচশমা, মুখে কালো মাস্ক। এর আগে শাহরুখ আর গৌরীর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন আরিয়ান। শোনা গিয়েছিল, এ সময় আরিয়ান শুধুই কেঁদে গিয়েছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) শাহরুখপুত্রের বিরুদ্ধে মাদক সেবন আর আন্তর্জাতিক মাদক সরবরাহকারীদের সঙ্গে সংযোগ থাকার অভিযোগ এনেছে। আরিয়ানের আইনজীবীরা আজ উচ্চ আদালতের কাছে তাঁর জামিনের আবেদন করবেন বলে জানা গেছে।