মুক্তি পেল ‘ধামাকা’র ট্রেলার।আজ মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে মুক্তি পেল ছবির ট্রেলার। ১৯ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘ধামাকা’।অ্যাকশন হিরোর দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। এই প্রথম রোম্যান্টিক চরিত্রে নয়, অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে চলেছেন তিনি।
‘ধামাকা’ ছবির মূল দুটি চরিত্র করেছেন বলিউড নায়ক কার্তিক আরিয়ান আর অম্রুতা সুভাষ। ‘নিরজা’খ্যাত পরিচালক রাম মাধবনির এই ছবিতে বিশেষ একটা চরিত্র করেছেন ম্রুণাল ঠাকুর। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, ম্রুণাল ঠাকুর, অম্রুতা সুভাষ, পরিচালক রাম মাধবনিসহ অনেকে। ‘ধামাকা’ ছবিতে কার্তিক টেলিভিশন সঞ্চালক ‘অর্জুন পাঠক’।
দেখুন ধামাকা-র ট্রেলার-
করোনা আবহের মধ্যে ‘ধামাকা’ ছবির শুটিং হয়েছিল। শুটিং প্রসঙ্গে এই বলিউড নায়ক বলেছেন, ‘মাত্র ৯ দিনের মধ্যে আমরা ছবির শুটিং শেষ করেছিলাম। একটা ঘরের মধ্যে পুরো ছবির শুটিং হয়েছে।’ কার্তিক আরও বলেছেন, ‘করোনার মধ্যে শুটিং করায় অভিজ্ঞতাটা অন্য ছবির শুটিং থেকে আলাদা। পুরো ছবিটা আমরা জৈব বলয়ের মধ্যে শুট করেছিলাম।’
ট্রেলারে নিউজ অ্যাঙ্কার হিসেবে মুম্বইয়ে হামলাকারী সন্ত্রাসবাদীর সাক্ষাৎকার নিতে দেখা গেছে অভিনেতাকে। ছবির পরিচালকের আসনে রয়েছেন রাম মাধবানি। দক্ষিণ কোরিয়ার ছবি ‘দ্য টেরর লাইফ’র গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘ধামাকা’।