ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে বড় জয় টিম ইন্ডিয়ার| ৭ উইকেটে জিতলেন বিরাট কোহলিরা|বিশ্বকাপ শুরুর আগে এই জয় যথার্থই মনোবল বাড়াবে ভারতীয় দলকে। রোহিত শর্মাহীন ভারত ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ফর্মে থাকা লোকেশ রাহুলের সাথে ওপেনিংয়ে পাঠান তরুণ তারকা ঈশান কিষান। দুই ওপেনিং জুটিই এদিন নিজেদের প্রমাণ করেছে।
এদিনের ম্যাচে শুরুটা খারাপ করেনি ইংল্যান্ডের দুই ওপেনার। কিন্তু মহম্মদ শামির দুরন্ত স্পেলে সাজঘরে ফিরতে হয় জেসন রয় (17) ও বাটলারকে (18)। এরপর মালানকেও (18) স্পিনের ঘূর্ণিতে পরাস্ত করেন রাহুল চাহার। এরপর ইনিংসের হাল ধরেন জনি ব্রিস্ট ও লিভিংস্টোন। তাদের ব্যাটের উপর ভর করেই ইংল্যান্ড বড় রানের দিকে এগিয়ে যায়। তবে এই জুটিতে ভাঙ্গন ধরান মহম্মদ শামি। লিভিংস্টোনকে (30) ফিরিয়ে দেন তিনি। এরপর ক্রিজে সেট হওয়া ব্রিসটোকে (49) ফিরিয়ে দিয়ে ইংরেজ শিবিরে বড় আঘাত হানেন বুমরাহ। তবে ইংরেজ অলরাউন্ডার মঈন আলি 43 রানের অপরাজিত ইনিংস খেলে 188 রানের পৌঁছে দেন ইংল্যান্ডকে।
189 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দুরন্ত শুরু করে ভারতের দুই ওপেনার। কেএল রাহুল (51) ও ঈশান কিশানের ব্যাটে ভর দিয়ে 82 রানের পার্টনারশিপ রানের ভীত গড়ে দিয়ে যান। জুটিতে ভাঙ্গন ধরান মার্ক উড। রাহুলকে প্যাভিলিয়নে পাঠান তিনি। এরপর 125 রানের মাথায় বিরাট কোহলিকে (11) ফিরিয়ে দেন লিভিংস্টোন। এদিনও ফের ব্যার্থ ভারত অধিনায়ক। সূর্যকুমার যাদবও ক্রিজে দাঁড়াবার আগেই ডেভিড উইলির বলে বাটলারের হাতে ক্যাচ সাজঘরের পথ ধরেন। তবে বাকি কাজটা অনায়াসে সারেন ঋসভ পন্থ (29) ও হার্দিক পান্ডিয়া (12)। লিভিংস্টোনের বলে ছয় মেরে এক ওভার বাকি থাকতেই ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন।
ভারতীয় দলের ডাগ আউটে এদিনই অভিষেক হয়ে গেল মেন্টর ধোনিরও| আগামী বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত| দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কী চমক দেয় ভারতীয় দল সেটাই দেখার|